Pages

মাতৃভাষার প্রয়োজনীয়তা

Saturday, August 23, 2014



       শিক্ষা আনে চেতনা। চেতনা আনে বিপ্লব। সুতরাং যেমন শিক্ষা হবে তেমনই বিপ্লব ঘটবে। ইংরেজ জাতি নিজেদের শিক্ষা বিস্তারের  মাধ্যমেই সারা বিশ্বে ছেয়ে গেছে। তারা নিজেদের ভাষার ব্যাপক প্রসার ঘটিয়েছে যার ফলে বিশ্বের সর্বত্র তাদের কালচার শিক্ষা সভ্যতা অন্যরাও সংরক্ষণ করে চলছে। আমরা যদি জাতীয় পর্যায়ে আমাদের ইসলামী শিক্ষা বাস্তবায়ন করতে চাই তাহলে এর জন্য জাতির ভাষায় আমাদেরকে অবশ্যই পারদর্শী হতে হবে। নইলে আমরা তাদের মধ্যে দ্বীন পরিপূর্ণভাবে পৌঁছাতে সক্ষম হব না। 
     নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের সময় যেহেতু আরবী ভাষা সাহিত্যের চর্চা তুঙ্গে ছিল এ কারণে তাঁকে আরবী ভাষা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা দেয়া হয়েছিল। তাঁর ভাষা শৈলীর সামনে সকল সাহিত্যিক কবি নির্বাক হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম ইরশাদ করেন, আমি আরবের শ্রেষ্ঠ ভাষাবিদ। দুঃখের সাথে বলতে হয়, আমরা নবীর প্রকৃত উত্তরসূরী হওয়ার দাবিদার। কিন্তু মাতৃভাষায় দক্ষতা অর্জনের প্রতি আমাদের জাতীয়ভাবে বিশেষ কোন উৎসাহ পরিলক্ষিত হয় না। জরিপ করলে হয়ত এটাই প্রমাণিত হবে যে, আমরা নিজেদের মাতৃভাষাকে যেভাবে উপেক্ষা করে চলি এরূপ পৃথিবীতে অন্য কোন জাতি পাওয়া যাবে না ।

No comments:

Post a Comment

 

NameSilo Coupon Code "discount1$foryou"

like

like
like